Site icon Jamuna Television

বিমানের পাইলট এখন ফুচকাওয়ালা

ছিলেন বিমানের পাইলট। কিন্তু করোনা যেন সব শেষ করে দিলো। মহামারিতে পাইলটের চাকরি হারিয়ে তাই রাস্তার পাশে ফুচকা বিক্রি করছেন মালয়েশিয়ার আজরিন মোহম্মাদ জাওয়ায়ি।

দূর থেকে দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় তিনি একজন পাইলট। কারণ মাথায় কালো টুপি, গায়ে সাদা পোশাক ঠিকই রয়েছে। তবে এখন আর তার হাতে নেই উড়োজাহাজের কন্ট্রোলার। বরং রাস্তার পাশেই বসে বর্তমানে ফুটপাত দোকানদার।

মালয়মেইল জানায়, প্রতিদিন সকালে নিজের প্রিয় ইউনিফর্মটি পড়ে এভাবেই হাজির হন রাজধানী কুয়ালালামপুরের পাশের সুবাংজায়া শহরের ফুটপাতে। চলতি মাসেই মালয়েশিয়ার মালিন্দ এয়ার থেকে চাকরি হারানো এই পাইলটের দোকানের নাম ‘ক্যাপ্টেন কর্নার’। চাকরি যাওয়ার পর সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেছেন জাওয়ায়ি।

হঠাৎ চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন চার সন্তানের জনক জাওয়ায়ি। সংসার খরচ চালানোর অন্য উপায় না দেখে নিজের স্ত্রীকে নিয়ে শুরু করেন ‘ক্যাপ্টেন কর্নার ’ব্যাবসা। পাইলটের পোশাক পরে নিজেই রান্না করেন নুডলস, ফুচকাসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড। পরিবেশনও করেন ওই পোশাকেই। এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

Exit mobile version