Site icon Jamuna Television

রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ১০ কোভিড আক্রান্ত রোগীর। গুরুতর দগ্ধ চিকিৎসক’সহ আরও ৭ জন।

শনিবার পিয়াত্রা নিমট শহরের হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ওয়ার্ড থেকে ছড়িয়ে পড়ে আগুন। সেখানে ভেন্টিলেশনে ছিলেন মোট ১৬ জন রোগী।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে অব্যবস্থাপনা চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এদিকে যথাযথ চিকিৎসা সেবা না দিতে পারার দায়ে ৩ সপ্তাহ আগেই পদত্যাগে বাধ্য হন হাসপাতালের পরিচালক।

Exit mobile version