Site icon Jamuna Television

বিশ্বব্যাংক শিপইয়ার্ডগুলো বন্ধ করার পরামর্শ দিলেও এখন বড় বড় জাহাজ তৈরি হচ্ছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্র জয় সম্ভব হতো না: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক শিপইয়ার্ডগুলো বন্ধ করার পরামর্শ দিলেও এখন সেখানে বড় বড় জাহাজ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কোস্ট গার্ডের দু’টি অফশো’র ও পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল এবং দুটি ফাস্ট পেট্রোল বোট ও ‘বিসিজি বেইজ ভোলা’র কমিশনিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না। বিশ্বব্যাংক শিপইয়ার্ডগুলো বন্ধ করে দেয়ার পরামর্শ দিলেও বর্তমানে বড় বড় জাহাজ তৈরি হচ্ছে এখানে; যা দেশের সক্ষমতারই প্রমাণ। আওয়ামী লীগ বিরোধী দলে থেকেও কোস্টগার্ড বিল উত্থাপনের মাধ্যমে পাস করা হয়েছিলো বলেও জানান প্রধানমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version