Site icon Jamuna Television

ক্ষমতা দখলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা

ক্ষমতা দখলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যাচেষ্টা করা হয়েছিলো এবং তা নস্যাৎ করা হয়েছে। শনিবার এই দাবি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএস (NSS)।

বলা হয়, দেশটির সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রীকে হত্যা এবং ক্ষমতা গ্রহণের জন্য এ পরিকল্পনা করে। মূলত, আজারবাইজানের সাথে শান্তিচুক্তির পর বিক্ষোভ সহিংসতাকে ঘিরে চলে অপ-তৎপরতা।

এক বিবৃতিতে জানানো হয়, বিরোধী দলসহ পরিকল্পনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, নাগোরনো-কারাবাখের যেসব এলাকা দখলে নিয়েছে আজারবাইজান সেইসব গ্রাম ছেড়ে যাওয়ার আগে পুড়িয়ে দেয়া হয়েছে বহু বসতবাড়ি। এই শান্তিচুক্তির বিরোধিতা করে এখনও বিক্ষোভ চলছে আর্মেনিয়ায়।

Exit mobile version