Site icon Jamuna Television

শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০)।

লাইফ সাপোর্টে জীবনের সাথে যুদ্ধ করে চলে গেলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

রোববার দুপুরে কলকাতার বেলভিউ নার্সিং হোম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই গুণী অভিনেতার। এর আগে লাইফ সাপোর্টে থাকার সময়ে কোনো সাড়া দেননি এই অভিনেতা।

তিনদিন আগেই শ্বাসনালীতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালীতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৫ সালে ভারতের নদিয়া জেলায়। পেশায় তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তবে আবৃত্তি শিল্পী হিসেবেও খ্যাতি ছিলো। একাধারে তিনি কবি এবং অনুবাদকও ছিলেন।

Exit mobile version