Site icon Jamuna Television

যারা ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী

যারা ভাস্কর্য ভাঙার কথা বলে তাদেরকে জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বোঝে না, তারাই এর বিরুদ্ধে কথা বলে।
রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বাসে আগুন দেয়া প্রসঙ্গেও তথ্যমন্ত্রী বলেন, বিএনপিই বাস পুড়িয়েছে, আবার এর বিরুদ্ধে কর্মসূচিও দিচ্ছে; যা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিএনপির দুই নেতার টেলিফোন আলাপেই প্রমাণিত কারা আগুন দিয়েছে। দলটি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version