Site icon Jamuna Television

‘পাকিস্তানের মাটিতে জঙ্গিগোষ্ঠীদের অর্থ সহায়তা দেয় ভারত’

পাকিস্তানের মাটিতে জঙ্গিগোষ্ঠীদের অর্থ সহায়তা ভারত দেয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

কাশ্মির ইস্যুতে দু’দেশের সম্পর্কে টানাপড়েন-উত্তেজনার মাঝে তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে ভারতের সরাসরি ও আর্থিক যে সম্পর্ক রয়েছে তার তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। জাতিসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাত উল আহরার, বিএলএ, টিটিপির সাথে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আশা করছি, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

ইউএইচ/

Exit mobile version