Site icon Jamuna Television

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’ করা হয়েছে এমন অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

শনিবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯ এর আগস্ট থেকে মেয়েটির সাথে শ্রাবনের সম্পর্ক ছিলো। এর মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। ছেলেটি এখন বিয়ে করতে চায় না। তাই মেয়েটি মামলা করেছে। ভুক্তভোগী মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

Exit mobile version