Site icon Jamuna Television

ইথিওপিয়ার টাইগ্রেতে বাসে হামলা চালিয়ে ৩৪ আরোহীকে হত্যা

ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে একটি বাসে হামলা চালিয়ে ৩৪ আরোহীকে হত্যা করা হয়েছে। দেশটিতে কর্মরত হিউম্যান রাইটস কমিশন- এ তথ্য নিশ্চিত করে।

রোববারের হামলায় সংকটাপন্ন আরও অনেকে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী- TPLF চালিয়েছে এ হামলাটি।

টাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চলতি মাসের শুরু থেকেই তৎপর হয়ে ওঠে বিদ্রোহীরা। শনিবারও কয়েকদফা সরকারি বাহিনীর ওপর তারা মিসাইল হামলা চালায়।

এদিকে প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলবে অভিযান। সেইসাথে ধরপাকড়ও চলছে সমানে।

এরইমধ্যে সংঘাত থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছে হাজারো মানুষ। সুদান সীমান্তে মানবেতর জীবন যাপন করছে কমপক্ষে ১৫ হাজার আশ্রয়প্রার্থী।

Exit mobile version