ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে একটি বাসে হামলা চালিয়ে ৩৪ আরোহীকে হত্যা করা হয়েছে। দেশটিতে কর্মরত হিউম্যান রাইটস কমিশন- এ তথ্য নিশ্চিত করে।
রোববারের হামলায় সংকটাপন্ন আরও অনেকে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী- TPLF চালিয়েছে এ হামলাটি।
টাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চলতি মাসের শুরু থেকেই তৎপর হয়ে ওঠে বিদ্রোহীরা। শনিবারও কয়েকদফা সরকারি বাহিনীর ওপর তারা মিসাইল হামলা চালায়।
এদিকে প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলবে অভিযান। সেইসাথে ধরপাকড়ও চলছে সমানে।
এরইমধ্যে সংঘাত থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছে হাজারো মানুষ। সুদান সীমান্তে মানবেতর জীবন যাপন করছে কমপক্ষে ১৫ হাজার আশ্রয়প্রার্থী।

