Site icon Jamuna Television

পিএসএল ফাইনালে তামিম ইকবালের লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। দ্বিতীয় এলিমিনেটরে লাহোর ২৫ রানে হারিয়েছে মুলতান সুলতানসকে।

টস হেরে ব্যাট করতে নেমে তামিমের ব্যাটে ভালো শুরু পায় লাহোর কালান্দার্স। খুব দ্রুতই ২০ বলে ৩০ রান করেন এই ওপেনার। যেখানে ৫টি চার হাঁকিয়েছেন তামিম। তবে জুনায়েদ খানের বলে খুশদিল শাহ’র হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর আরেক ওপেনার ফখর জামানের ৪৬ আর শেষ দিকে ডেভিড উইসি’র ২১ বলে ঝোড়ো ৪৮ রানে ৬ উইকেটে ১৮২ রান করে লাহোর। শাহিদ আফ্রিদী নেন ২ উইকেট।

জবাবে অ্যাডাম লিথ ভাল শুরু এনে দেন মুলতানকে। ৫০ রান করেন এই ওপেনার। তবে হারিস রউফ ও ডেভিড উইজে’র দারুণ বোলিংয়ে ফাইনাল নিশ্চিত করে লাহোর। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হন উইজে। মঙ্গলবার ফাইনালে করাচি কিংসের মুখোমুখি হবে তামিমের লাহোর।

Exit mobile version