Site icon Jamuna Television

৩৪-এ পা দিলেন ভারতীয় টেনিস সেনসেশন

সানিয়া মির্জার জন্মদিন ছিল ১৫ নভেম্বর। ৩৪-এ পা দিলেন ভারতীয় টেনিস সেনসেশন। বন্ধু, ভক্ত, শুভার্থীরা শুভেচ্ছায় সিক্ত করলেন সানিয়াকে। জীবনের সুন্দর ৩৪ বছর কাটানোর পর এই ভারতীয় টেনিসকন্যার উপলব্ধি, ‘এই আছি বেশ। এভাবেই কেটে যাক সকাল-সন্ধ্যা। জীবন সত্যিই সুন্দর …।’

সানিয়ার জন্মদিন অপূর্ব সুন্দর করে তুলতে যুবরাজ সিং টুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। লিখেছেন, তুমি মিরচি মম। সামনের বছরটাও যেন তোমার সুন্দর কাটে। তাকে টক-মিষ্টি নামে না ডেকে ‘ঝাল’ বলে সম্বোধন করায় খুশি সানিয়া।

তবে জন্মদিনে স্বামী শোয়েব মালিকের কাছ থেকে কী উপহার পেয়েছেন, তা জানাননি সানিয়া। ২০১৮ সালের অক্টোবরে তার কোলজুড়ে আসে ইজহান। পাকিস্তানি বাবা ও ভারতীয় মা’র প্রথম সন্তান। ছেলেকে নিয়ে ভীষণ সুখী এই পাক-ভারত দম্পতি।

ছয় বছর বয়স থেকে টেনিস খেলে আসছেন মেয়েদের ডাবলসে সাবেক বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া। ২০১০ সালের এপ্রিলে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version