Site icon Jamuna Television

পাবনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণ চর গ্রামে জমিজমা নিয়ে বিরোধে মাছেম মীর (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাছেম ওই এলাকার ময়েজ মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছেম মীরের সাথে জমিজমা নিয়ে একই এলাকার তোজাম্মেল হোসেনের সাথে বিরোধ ছিল। রোববার বিকেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয় মাছেম মীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতের ভাই হাশেম মীর বাদি হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Exit mobile version