Site icon Jamuna Television

দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠিয়েছে স্পেস এক্স

দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠিয়েছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রথম বেসরকারি মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠানের ক্রু ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দেন চার নভোচারী।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় স্পেস এক্সের রকেট ও ক্যাপসুল। নভোচারীদের তিনজন মার্কিনী ও একজন জাপানের নাগরিক।

জাপানের সোচি নোগুচি ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে ভিন্ন ধরণের তিনটি মহাকাশযানে যাত্রার অভিজ্ঞতা অর্জন করলেন।

গত মে মাসে প্রথম বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল স্পেস এক্স, আগস্টে তাদের নিরাপদে ফিরিয়েও আনা হয়। প্রথম অভিযানের সাফল্যের ৫ মাসের মধ্যেই নতুন করে তৈরি হয় তাদের মহাকাশযান।

Exit mobile version