Site icon Jamuna Television

করোনা মোকাবিলায় আরও সতর্ক থাকার নির্দেশনা প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় আরও সতর্ক থাকতে মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, খন্দকার আনোয়ারুল ইসলাম জানান স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে ২-৩ দিনের মধ্যেই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বৈঠকে আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাইজেশনে কার্যক্রমে এগিয়ে নিতে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

পাশাপাশি তুরস্কে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল এসিস্টেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি এবং জাতীয় পারমানবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’ খসড়ার অনুমোদন দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version