Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে দামী পায়রার খেতাব পেলো ‘নিউ কিম’

বিশ্বের সবচেয়ে দামী পায়রার খেতাব পেলো ‘নিউ কিম’। সম্পতি, বেলজিয়ামের এক নিলামে কবুতরটি বিক্রি হলো ১৯ লাখ ডলারে।

চীনের এক ধনকুবের এবং পায়রা ভক্ত কিনে নেন, প্রশিক্ষণপ্রাপ্ত বেলজিয়ান ব্রিড পাখিটিকে। গেলো ৯ দিন ধরে চলছিলো নিলাম; যাতে চীনের দুই নাগরিকের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই।

জানা যায়, দু’বছরের এই নারী কবুতরটি ছোট-মাঝারি ও দূরপাল্লার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। সেখানে তার সাফল্যের পাল্লাও বেশ ভারি। অনলাইন নিলামে দর হাঁকা হয় ১৮০ ব্রিটিশ পাউন্ড থেকে। নিলামে ৪৪৫টি রেসিং পিজিয়ন তোলা হয়, যেগুলো বিক্রি হয় ৭০ লাখ ডলারে।

এর আগে, বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিলো ‘আরমান্ডো’র দখলে। ২০১৯ সালে, পায়রাটি ৪ লাখের বেশি দামে, কিনে নেন এক চীনা ব্যবসায়ী।

Exit mobile version