Site icon Jamuna Television

তার্কিশ গ্র্যান্ড প্রিক্স’র চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন

সপ্তম বার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হয়েছেন লুইস হ্যামিল্টন। আর এই জয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি মাইকেল শুম্যাখারকে।

রোববার তুরস্ক গ্র্যান্ড প্রিক্স জিতে অনন্য এই রেকর্ড গড়লেন তিনি। তুরস্কে অবিশ্বাস্য এই সাফল্যের পরে আবেগাপ্লুত হয়ে পড়েন হ্যামিল্টন। ধরে রাখতে পারেননি চোখের জলও। ট্রফি জয়ের পর শ্যুমাখার জানান- পাঁচ বছর বয়সে তার রেসিং দুনিয়ার সাথে পরিচয় হয়। তখন গো-কার্ট চালাতেন। আর পেশাদার সার্কিটে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জয় ছিল তাঁর প্রথম বড় সাফল্য।

রোববারের জয় হ্যামিল্টনের জীবনের ৯৪তম। সপ্তম ফর্মুলা ওয়ান খেতাব নিশ্চিত করে তিনি নিজের গাড়িতেই মাথায় হাত দিয়ে বসেছিলেন।

Exit mobile version