Site icon Jamuna Television

চিরচেনা রূপে ফেরার মিশন শুরু সাকিবের

নিষেধাজ্ঞা কাটিয়ে ধীরে ধীরে চেনা রুপে ফিরছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। যদিও এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার।

তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটেই নিজেকে নতুন করে ফিরে পাবার সেরা মঞ্চ হিসেবে দেখছেন অলরাউন্ডার। তাইতো নিজ উদ্যোগেই ব্যক্তিগত উদ্যোগে রোববার থেকে কঠোর অনুশীলন শুরু করেছেন সাকিব।

সোমবার, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেই চিরচেনা উইকেটে ব্যাট হাতে নেমে পড়েন সাকিব আল হাসান। যদি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সাইফুদ্দিনের সাথে ২২ রানের চ্যালেঞ্জ খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। কিন্তু সেই খবর মিথ্য়ে প্রমাণ করে বোলিং মেশিনের সাহায্যেই ব্যাটিংটা সেরেছেন সাকিব। খেলেছেন তার পছন্দের সব ধরনের শর্ট।

ব্যাটিং অনুশীলন শুরুর আগে হালকা ওয়ার্মআপও করে নিয়েছেন সাকিব। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেটে খুলনার হয়ে মাঠে নামবেন তিনি।

Exit mobile version