Site icon Jamuna Television

সিরিজ জয়ের লক্ষ্যেই কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা

প্রথম ম্যাচে নেপালের সাথে ২-০ গোলের দুর্দান্ত জয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগার ফুটবলাররা। মাঝে দলের হেড কোচ জেমিডের করোনা আক্রান্তের খবরে কিছুটা ছন্দ পতন হলেও এখন খেলোয়াড়দের একমাত্র ভাবনার বিষয় নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়ে। গেলো তিনদিনে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টাই করেছেন বাংলাদেশের ফুটবলাররা।

সকালে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করা স্টুয়ার্ট বলেন, প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে নেপালকে উড়িয়ে দিতে চান তারা। তবে প্রথমার্ধে দ্রুত গোল করতে পারলে, বড় জয় পাওয়া আমাদের জন্য বেশ সহজ হবে।

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জামাল ভূঁইয়ার মুখেও শোনা গেছে একই কথা। তিনি বলছেন নেপালের বিপক্ষে জয় পেলে ফিফা র্যাংকিংয়ে কয়েক ধাপ এগিয়ে যাবার সুযোগ আছে বাংলাদেশের। তাই এই ম্যাচে কোন রকম ছাড় দিতে নারাজ জামালের দল।

এদিকে নেপালের কোচ বালগোপাল বলছেন, প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে তার শিষ্যরা । জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তারা।

সব কিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

Exit mobile version