Site icon Jamuna Television

তৃতীয় করোনা পরীক্ষায় আবার নেগেটিভ ফল পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি।

তৃতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এবার পরীক্ষা করেছে ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়গনস্টিক।

এরআগে, রোববার প্রথমে আইইডিসিআর থেকে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পজেটিভ। কিন্তু দ্বিতীয়বার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে জোর দিয়ে জানানো হয় তিনি নেগেটিভ। তাই আদৌ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেটি নিয়ে ধোয়াশায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা নিউজকে জানান, শনিবার রাতে আইইডিসিআর থেকে তাকে জানানো হয় তার করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। কিন্তু রোববার সকালে পুলিশ হাসপাতাল থেকে বলা হয় করোনা নেগেটিভ। দুইটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে দুই ধরনের ফলাফলে বিভ্রান্ত তিনি। তবে শারীরিকভাবে সুস্থ থাকায় আপাতত এটা নিয়ে তিনি চিন্তিত নন। আগামীকাল (১৬ নভেম্বর) আবারও টেস্ট করাবেন বলেও যমুনা নিউজকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version