Site icon Jamuna Television

পূজার মন্ডপে ছবি তোলা আমার উচিত হয়নি: সাকিব

কলকাতায় পূজা উদ্বোধন করতে যাননি বলেন জানান অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, আমি পাশেই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। এসময় তিনি পূজার মন্ডপে ছবি তোলা উচিত হয়নি বলে মনে করেন।

সোমবার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোডের মাধ্যমে পূজা উদ্বোধন নিয়ে তৈরি বিতর্কের অবসান ঘটাতে এমনটা জানান তিনি।

সাকিব বলেন, ঘটনাটি খুব সেনসেটিভ। আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমার কোন ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি।

সাকিব আরও বলেন, আমি যার ইনভাইটেশনে গিয়েছি (পরেশ দা) তার অনুরোধে আমি সেখানে শুধু প্রদীপ প্রজ্জ্বলন করি আর পরেশ দার সাথে ছবি তুলি। তারপরও হয়তো আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করবো।

Exit mobile version