Site icon Jamuna Television

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বাসে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় সহিংসতার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। সংসদে পয়েন্ট অব অর্ডারে দেয়া বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের বক্তব্যের জবাবে এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বাসে অগ্নিসংযোগ করেছে বিএনপি। দেশের স্বার্থে বিএনপিকে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচন করতে হলে সঠিকভাবেই করা উচিত। নারী নির্যাতন, দুর্নীতি, অগ্নিসন্ত্রাসের কারণে জনগণ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে।

নিজেদের দোষ অন্যের উপর চাপানো বিএনপির পুরনো অভ্যাস- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, উপ-নির্বাচনে বিএনপি যে অগ্নিসংযোগ করেছে তার প্রমাণ আছে সরকারের কাছে। দলটি মানুষ খুনের রাজনীতি করে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

Exit mobile version