Site icon Jamuna Television

নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবী মডার্নার

নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন, করোনা প্রতিরোধে প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবী করলো মার্কিন প্রতিষ্ঠান মডার্না।

ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে মানবদেহে পরীক্ষার পর পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই দাবী করলো প্রতিষ্ঠানটি। প্রায় ৩০ হাজার মানুষের ওপর এই পরীক্ষা চালায় মডার্না।

ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে ব্যবহার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে নিজেদের তৈরী ভ্যাকসিনকে করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে দাবী করে ফাইজার-বায়োএনটেক।

Exit mobile version