Site icon Jamuna Television

হংকংয়ে আবাসিক এলাকায় আগুন, ৭ জনের মৃত্যু

হংকংয়ের ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লেগে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। রোববার রাতের এই দুর্ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টা নাগাদ আগুনের খবর পান তারা।

‘ইয়া মা তেই’ আবাসিক এলাকাটিতে বেশিরভাগই পুরানো ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। জাতিগতভাবে চাইনিজ নন, এমন অধিবাসীদেরই বসবাস ছিলো এখানে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

দগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও; বাড়তে পারে মৃতের সংখ্যা। এরই মধ্যে, মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

Exit mobile version