Site icon Jamuna Television

ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: ইন্টারনেট।

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে শামিম হাওলাদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার সদরঘাট থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। মঙ্গলবার ভোরে বরিশাল ঘাটে পৌঁছায়। বেশিরভাগ যাত্রী নেমে যাওয়ার পর সকাল সাড়ে ছয়টার দিকে লঞ্চের কর্মচারিরা ধোয়ামোছার সময় ছাদের এক কোনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশে খবর দেয়।

শামিম হাওলাদার রাজধানীতে একটি কারখানায় কাজ করতেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version