Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ইসলামী দলের বাধার বিষয়টি আ’লীগ পর্যবেক্ষণ করছে: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে কিছু ইসলামী দলের বাধার বিষয়টি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কিছুদিনের মধ্যে বিজেপির প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশের কথা জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও ভারতে তিনি হিরো। মুজিব বর্ষ উদযাপনে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান বিক্রমকুমার দোরাইস্বামী।

এসময়, ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে কিছু ইসলামি দলের বাধার বিষয়টি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে ।

Exit mobile version