Site icon Jamuna Television

করোনা মুক্ত হলেন মাহমুদউল্লাহ

৮ দিনের ব্যবধানে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ আছেন তিনি। করোনা মুক্তির বিষয়টি তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।

করোনা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে জানিয়েছেন, ‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। কিন্তু যাওয়ার আগে দুই দফা করোনা টেস্টে পজেটিভ হওয়ায় আর যেতে পারেননি তিনি।

ইউএইচ/

Exit mobile version