Site icon Jamuna Television

জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ

টানা নয়দিন করোনা আক্রান্ত থাকার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) করোনামুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ। এমন সুখবর পাওয়ার কিছুক্ষণ পরই আরও একটি ইতিবাচক ঘোষণা আসে তার জন্য। জেমকন খুলনার পক্ষ থেকে তাকে অধিনায়ক ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক হিসেবে রিয়াদকেই নির্বাচিত করেছে খুলনা।

জেমকন খুলনা স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন, এনামুল হক বিজয়, শামীম পটোয়ারী, আরিফুল হক, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও সালমান হোসেন।

Exit mobile version