Site icon Jamuna Television

পিকে হালদারকে ফেরত আনতে ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে দুদক

হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক আলোচিত কর্মকর্তা পিকে হালদারকে ফেরত আনতে ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন।

এরইমধ্যে এই প্রক্রিয়ার প্রাথমিক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। পিকে হালদার বিমানের টিকিট কেটে সেটি আদালতে উপস্থাপন করে জানায় তিনি দেশে ফিরতে চান। আদালতের নির্দেশ থাকার পর অসুস্থতার অজুহাত দেখিয়ে দেশে ফেরেননি দুর্নীতি মামলার আসামি প্রশান্ত কুমার হালদার।

খুরশিদ আলম খান জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে আদালতের সাথে প্রতারণা করেছে পি কে হালদার। শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা দৃশ্যমান হবে বলে জানান তিনি।

Exit mobile version