Site icon Jamuna Television

ওয়েব সিরিজে সাইফ

ওয়েব সিরিজে সাইফ

নেটফ্লিক্সের একটি নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ফিল্মটিতে কাজের ব্যাপারে তিনি বলেন, ছবির পরিচালক ও ভাবনা, দুই-ই আমার খুব পছন্দ হয়েছে। প্রজেক্ট শুরু করার তারিখ শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। খবর- আনন্দবাজার পত্রিকা।

বলিউড ইন্ডাস্ট্রিতে বড় পর্দার যে অভিনেতারা ওয়েব প্লাটফর্মে প্রথম কাজ করা শুরু করেছিলেন, সাইফ ছিলেন তাদের মধ্যে অন্যতম। নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘সেক্রেড গেমস’-এর পরে আরও একবার পছন্দের ওটিটি প্লাটফর্মে কাজ করতে চলেছেন সাইফ। আলী আব্বাস জাফরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘তা-ব’-এ রয়েছেন অভিনেতা, এক রাজনীতিকের ভূমিকায়। আগামী বছর মুক্তি পাবে সেটি। এছাড়া তার হাতে রয়েছে আদিপুরুষ, ভূত পুলিশ এর মতো ছবি।

মুক্তির অপেক্ষায় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘বান্টি অওর বাবলি টু’।

Exit mobile version