Site icon Jamuna Television

জার্মানিকে গোল বন্যায় ভাসিয়ে জিতল স্পেন

জার্মানিকে গোল বন্যায় ভাসিয়ে আসরের পরের পর্ব নিশ্চিত করেছে স্পেন। ফেররান তরেসের হ্যাটট্রিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে কোচ লুইস এনরিকের দল। অপর ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলের নাটকীয় হারেও আসরে টিকে আছে ক্রোয়েশিয়া। আর ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে সুইডেন।

‘আসরে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণে ঘরের মাঠে জার্মানিকে আতিথ্য দেয় স্পেন। ম্যাচের ১৭ মিনিটেই আলভারো মোরাতার গোলে লিড নেয় দলটি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড তরেস। প্রথমার্ধের শেষ দিকে রদ্রির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিরতির পর আবারও স্কোরশিটে নাম তোলেন তরেস। ৭১ মিনিটে দারুন এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন তরেস।

ম্যাচের শেষ দিকে ওইয়ারসাবাল গোল করলে ৬-০ ব্যবধানের বিশাল পরাজয় সঙ্গী হয় জার্মানির। প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দলটির।

Exit mobile version