Site icon Jamuna Television

উরুগুয়েকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

বিশ্বকাপ পর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। তবে অঘটন দেখেছে কলম্বিয়া ও চিলি। ইকুয়েডরের কাছে ৬-১ গোলে উড়ে গেছে কলম্বিয়া। আর ভেনেজুয়েলার কাছে ২-১ গোলে হেরেছে চিলি।

আসরে একমাত্র দল হিসেবে টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উরুগুয়ের আতিথ্য নেয় ব্রাজিল। ম্যাচের ৩৪ মিনিটেই আর্থারের গোলে লিড নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শেষদিকে লিড দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

তবে বিরতির পর গোলের দেখা পায়নি কোন দলই। উল্টো ৭১ মিনিটে এডিসন কাভানি লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পুরো ম্যাচে গোলের একটি সুযোগও তৈরি করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সুয়ারেজবিহীন উরুগুয়েকে।

বিপরীতে বাছাইপর্বে টানা চতুর্থ জয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল।

Exit mobile version