Site icon Jamuna Television

নওগাঁয় চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ, বাস চলাচল বন্ধ

নওগাঁয় মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচলও।

মোটর মালিক গ্রুপের নেতাদের অভিযোগ, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ-পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে উঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান মালিক পক্ষের নেতারা।

পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

Exit mobile version