Site icon Jamuna Television

বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে ৩ আইনপ্রণেতাকে গ্রেফতার করলো হংকং

বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে সাবেক ৩ আইনপ্রণেতাকে গ্রেফতার করেছে হংকং প্রশাসন। বুধবার সকালে তাদের হেফাজতে নেয় পুলিশ। গণতন্ত্রপন্থী টেড হুই, রেইমন্ড চ্যান ও এডি চু নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেন গ্রেফতারের তথ্য।

পুলিশের অভিযোগ, মে-জুন মাসে নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক চলাকালে জাতীয় আইন পরিষদে দুর্গন্ধযুক্ত পানীয় ছুঁড়ে মারেন তারা। যাতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন এমপি।

পুলিশ জানিয়েছে, নতুন পাস হওয়া আইন এবং তদন্তের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। চীনের সার্বভৌমত্ব অস্বীকারের অভিযোগে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রেখে গেলো সপ্তাহেই পাস হয় নতুন আইন। এর ধারাবাহিকতায় ৪ আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়। প্রতিবাদে সেদিনই পদত্যাগ করেন ১৯ গণতন্ত্রপন্থী এমপি।

ইউএইচ/

Exit mobile version