Site icon Jamuna Television

সোমালিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। মঙ্গলবার এ হামলার মূল টার্গেট ছিল পুলিশ একাডেমি।

হামলায় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা ডাক্তারদের।

কেউ স্বীকার না করলেও এজন্য জঙ্গি সংগঠন আল শাবাবকেই দায়ী করছে পুলিশ। গোয়েন্দা তথ্য অনুসারে, চলতি বছর আল কায়েদা সমর্থিত সংগঠনটি বাড়িয়েছে তাদের অস্ত্র সক্ষমতা। যেকারণে আন্তর্জাতিক বিমানবন্দর, মার্কিন দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক এলাকায় ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে মর্টার হামলা।

ইউএইচ/

Exit mobile version