Site icon Jamuna Television

বাসে আগুন: বিএনপি’র ১২০ নেতার আগাম জামিন

রাজধানীতে ৯টি বাসে অগ্নিসংযোগ। ফাইল ছবি।

রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপি’র ১২০ নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে বিএনপির শতাধিক নেতা আদালতে এসে আগাম জামিন আবেদন করেন। পরে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিনের আদেশ দেন।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাহাঙ্গীর হোসেন, ইশরাক হোসেন, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ ১২০ নেতাকর্মী জামিন পান।

গত বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে শাহবাগ, মতিঝিল, বংশাল, পল্টনসহ ৮ থানায় ১৩ টি মামলা করা হয়।

Exit mobile version