Site icon Jamuna Television

নিজের ভাইঝিকে বিয়ে করতে চলেছেন প্রভু দেবা!

নিজের ভাইঝিকে বিয়ে করতে চলেছেন প্রভু দেবা!

নাচের সৌজন্যে খ্যাতি হলেও ধীরে ধীরে পরিচালক হিসেবে বিনোদন জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রভু দেবা। আবারও সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন। তৈরি করছেন অ্যাকশন ড্রামা ‘রাধে’। এর মধ্যেই পরিচালকের বিয়ের গুঞ্জনে সরগরম দাক্ষিণাত্য থেকে আরব সাগরের তীর।

শোনা যাচ্ছে, দীর্ঘ ৯ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কোরিওগ্রাফার, অভিনেতা তথা পরিচালক। তাও আবার নিজের ভাইঝির সঙ্গে। হ্যাঁ, এমন খবরই প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সূত্রের খবর সত্যি হলে এবার নিজের ভাইঝির সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রভু। খবর সংবাদ প্রতিদিনের।

নৃত্যশিল্পী হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভু দেবা। পরে অভিনয় জগতে প্রবেশ করলেও নাচের জন্যই সারা বিশ্বে তার সুখ্যাতি। পেয়েছেন ভারতের মাইকেল জ্যাকসনের তকমা। পরে পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়েও সফল। দাক্ষিণাত্যের সীমানা ছাড়িয়ে সাফল্য পেয়েছেন বলিউডে।

পেশাগত জীবনের এত সাফল্য সত্ত্বেও প্রভু দেবার ব্যক্তিগত জীবন বরাবর ‘পেজ থ্রি’র আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অভিনেতা-পরিচালকের প্রথম স্ত্রীর নাম রামলতা। তিন সন্তানও ছিল তাদের। ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রভু দেবার প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপরই রামলতার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২০১০ সালে ফ্যামিলি কোর্টে রামলতা অভিযোগ জানিয়েছিলেন, বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রী নয়নতারার সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তার স্বামীকে।

২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালে আবার প্রভুর সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা জানান নয়নতারাও। তারপর তিনি মুম্বাই চলে আসেন। ফের কাজে মন দেন। তবে শোনা যাচ্ছে, এবার নিজের ভাইঝির সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছেন ‘রাধে’র পরিচালক!

Exit mobile version