Site icon Jamuna Television

টম ও জেরির লড়াই বড়পর্দায় (ভিডিও)

টম ও জেরির লড়াই বড়পর্দায়

সারা বিশ্বের টেলিভিশন দর্শকদের পরিচিত দুই চরিত্র ইঁদুর ‘জেরি’ ও তার চিরশত্রু বিড়াল ‘টম’। তাদের মধ্যে বন্ধুত্বও কম নয়। কিন্তু এই লড়াই সব বয়সের মানুষকে বিনোদন দিয়ে আসছে।

টম ও জেরির খুনসুটিকে নিয়ে আসা হচ্ছে বড়পর্দায়। ছবির নামও সেই ‘টম অ্যান্ড জেরি’। সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিমেশন ছবিটির ট্রেলার।

ছবিটির ট্রেলার দেখতে এখানে ক্লিক করুন

ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’। তার মধ্যেই গল্পকারকে বলতে শোনা যায় ‘টম অ্যান্ড জেরি’ পৃথিবীর সেই বিখ্যাত জনপ্রিয় শত্রু এবার বড় শহরে সবকিছু শুরু করতে প্রস্তুত। ট্রেলারের শুরু এভাবে। তারপর ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে লড়াই।

গোটা ট্রেলারে দেখানো হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

১৯৪০ সালে ‘পাস গেটস দ্য বুটস’ ছবির হাত ধরে যাত্রা করে টম ও জেরির গল্প। তখন এই ছিল জ্যাপসার ও জিঙ্কস। পরবর্তীকালে পরিচিতি পায় ‘টম অ্যান্ড জেরি’।

টিম স্টোরির পরিচালনায় ‘টম অ্যান্ড জেরি’ বড়পর্দায় মুক্তি পাবে ২০২১ সালের ৫ মার্চ।

Exit mobile version