Site icon Jamuna Television

সিনোভ্যাকের ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ বলে দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি ভ্যাকসিন মানব শরীরে কার্যকর এবং নিরাপদ। বুধবার এক বিবৃতিতে এমন দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেইজিং জানায়, সিনোভ্যাক বায়োটেকের প্রতিষেধক ‘করোনাভ্যাকের’ বড় পরিসরে ট্রায়াল চালিয়ে কার্যকরের এই প্রমাণ মিলেছে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি কারও শরীরে। এছাড়া যেসব স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়েছে। তবে এর কার্যকারিতা কত শতাংশ তা প্রকাশ করা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং রাশিয়ার তৈরি ভ্যাকসিন মানব শরীরে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়। এখন পর্যন্ত কোভিড নাইনটিনের কোন প্রতিষেধক আবিষ্কার না হলেও তৃতীয় বা চূড়ান্ত ধাপে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি কার্যক্রম।

Exit mobile version