Site icon Jamuna Television

পাবনায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমানের নেতৃত্বে সদর থানার দিঘলকান্দি পূর্বপাড়াতে
অভিযান চালায় র‌্যাব।

এসময় সেখান থেকে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী আজমত আলী (২১) কে। সে উক্ত গ্রামের বন্দের প্রামাণিকের ছেলে।

জিজ্ঞাসাবাদে আটককৃত আজমত জানায়, সে দীর্ঘদিন যাবত গাঁজার গাছ রোপণ করিয়া বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Exit mobile version