Site icon Jamuna Television

কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান?

আগামী ২ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে আইসিসির নতুন নির্বাচিত চেয়ারম্যানের নাম। এজন্য গেল সোমবার শুরু হয়েছে আইসিসির বোর্ড সভা। ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার চেয়ারম্যানের নামের তালিকায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়ে আলোচনার মূলে উঠে এসেছেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লের নাম।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী তিন বোর্ড সমর্থন করছেন বারক্লেকেই। আর, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ইমরান খাজাকে সমর্থন দিচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান এহসান মানি। সহযোগী সদস্য দেশগুলোর ভোটবাক্স চেয়ারম্যান নির্ধারণে রাখতে পারে বড় ভূমিকা।

সোমবার শুরু হওয়া আইসিসির এই সভাতেই ১৬ জন বোর্ড পরিচালকের ভোটে নির্বাচিত হবে আইসিসির পরবর্তী চেয়ারম্যান।

এই নির্বাচনে বিজয়ী প্রার্থীকে পেতে হবে দুই-তৃতীয়াংশ ভোট। দুই প্রার্থীর কেউ ন্যূনতম ১১ ভোট না পেলে আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। সেখানেও নিষ্পত্তি না হলে আরেকবার ভোট দেবেন সবাই। তাতেও বিজয়ী পাওয়া না গেলে নির্ধারিত সময়ের জন্য ইমরান খাজাই পাবেন নতুন চেয়ারম্যানের দায়িত্ব।

Exit mobile version