Site icon Jamuna Television

আজারবাইজানে সেনা মোতায়ন করবে তুরস্ক

আজারবাইজানের বিতর্কিত এলাকা নাগার্নো-কারাবাখে নিজেদের সেনা মোতায়নের অনুমোদন দিল তুরস্কের সংসদ। খবর তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড’র।

এরআগে, আর্মেনিয়ার সাথে আজারবাইজানের শান্তিচুক্তির পর সেখানে রাশিয়া তাদের সেনা মোতায়ন করে শান্তিরক্ষী হিসেবে। সাংবিধানিক বাধ্যবাদকতার কারণে এতদিন সেখানে সেনা মোতায়ন করতে পারেনি তুরস্ক।

দেশটির সংসদের অনুমোদনের পর এবার সেই বাধা উঠলো। সংসদে দেশটির প্রেসিডেন্ট এরদোগান অঞ্চলটিতে সেনা মোতায়নের অনুমোদন চাইলে অধিকাংশ সদস্যের সম্মতিতে আগামী এক বছরের সেখানে সেনা মোতায়নের পক্ষে সম্মতি দেয়।

গত সপ্তাহে, রাশিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এক চুক্তিতে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা রক্ষায় সেখানে যৌথ নজরদারি ও সহযোগীতার আশ্বাস দেন।

Exit mobile version