Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় গুলিতে দুই বাংলাদেশি নিহতের দু’দিন পেরোলেও, কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুরুতর আহত আরেক প্রবাসী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

নর্থ-ওয়েস্ট প্রদেশের মাফিকিংয়ে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে এ সহিংসতা হয়। এতে নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ইমন আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান।

জানা গেছে, সংঘাতে লিপ্ত গোষ্ঠী দুটির দীর্ঘদিনের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিয়েছিল স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষও। কিন্তু সফল হয়নি কেউ। চলতি সপ্তাহেই নামপুলা প্রদেশে পলিথিন দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় মিজানুর রহমান নামের আরেক বাংলাদেশিকে।

Exit mobile version