Site icon Jamuna Television

১১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে পুরানো আইফোন স্লো করার অভিযোগ মিটমাট অ্যাপলের

১১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে পুরানো আইফোন স্লো করার অভিযোগ মিটমাট অ্যাপলের

১১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে পুরানো আইফোন স্লো করে দেয়ার অভিযোগ মিটমাট করলো অ্যাপল। বুধবার, বিষয়টি নিশ্চিত করে টেক জায়ান্ট।

২০১৭-১৮ সালে, যুক্তরাষ্ট্রের ৩৩টি রাজ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তোলে। জানানো হয়, নতুন মোবাইল সেট বিক্রির জন্য আইফোন- সিক্স, সেভেন ও এসই ইচ্ছাকৃতভাবে স্লো করে দিয়েছিলো অ্যাপল। ফলে, ব্যবহারকারীরা বিপত্তিতে পড়েন। যদিও, বিষয়টি পুরোপুরি অস্বীকার করে এই টেক জায়ান্ট। তাদের দাবি- ব্যাটারির দুর্বলতার কারণেই এমনটা হয়ে থাকতে পারে।

সেসময়, ব্যবহারকারীদের ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মিটিয়ে ফেলারও চেষ্টা করে অ্যাপল।

গেলো মাসেই, প্রতিষ্ঠানটি আইফোন- টুয়েলভ সিরিজের ৪টি মোবাইল বাজারে ছাড়ে।

Exit mobile version