Site icon Jamuna Television

কাশ্মিরে পুলিশের অভিযানে নিহত চার বিদ্রোহী

কাশ্মিরে পুলিশের অভিযানে নিহত হয়েছে সশস্ত্র সংগঠন জইশ-মোহাম্মদ এর চার বিদ্রোহী। বৃহস্পতিবার ভোরে জম্মু ও শ্রীনগর জাতীয় সড়কের উপর নাগরোটার টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন একজন পুলিশকর্মীও।

জম্মু পুলিশের ইন্সপেক্টর জেনারেল টুইটে জানান, ‘চার জঙ্গি নিহত হয়েছে এই অপারেশনে। একজন পুলিশ কনস্টেবল আহত। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী’।

এসময় বিদ্রোহীদের কাছ থেকে ১১টি একে সিরিজ রাইফেল ও ২৯টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার পাকি সেনার হামলায় কাশ্মিরে এক বিএসএফ সদস্য ও একজন সেনা কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হয়।

Exit mobile version