Site icon Jamuna Television

পিকে হালদারকে ফিরিয়ে এনে গ্রেফতারের বিষয়ে পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

বিদেশে পলাতক পিকে হালদারকে ফিরিয়ে এনে গ্রেফতারের বিষয়ে দুদক ও সরকার কি পদক্ষেপ নিয়েছে তা আগামী ১০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রোণোদিত এই আদেশ দেন। পিকে হালদারের আইনের মুখোমুখি না হওয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।

আদালত বলেন, একজন মানুষ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে নিরাপদে থাকতে পারে না। কেউ আইনের উর্ধ্বে নয়। পিকে হালদার বিদেশে পলাতক থাকবে এটা মগের মুল্লুক নাকি।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে পিকে হালদারকে ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার কথা জানায় দুদক।

Exit mobile version