Site icon Jamuna Television

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজশাহী

গেল কয়েকদিনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের প্রায় সবগুলো দলের অধিনায়কের নাম চূড়ান্ত হলেও বাকি ছিলো রাজশাহীর। উত্তরবঙ্গের এই দলটির অধিনায়ক কে হবে এটি নিয়ে বেশ আলোচনা চলছিলো ক্রিকেট পড়ায়। এই আলোচনার একমাত্র কারণ রাজশাহী দলের হয়েই মাঠে নামবেন টাইগার ক্রিকেটের এক সময়কার ব্যাটিং মাস্টার মোহাম্মাদ আশরাফুলের ।

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বৃহস্প্রতিবার সকালে অধিনায়কের নাম ঘোষণা করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে লোগো ও জার্সি উন্মচন অনুষ্ঠানে পরিবেশন করা হয় দলটির থিম সং।

২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের ঢাকার মুখোমুখি হবে নাজমুল হোসেনের রাজশাহী। দুপুড় দেড়টায় শুরু হবে ম্যাচটি।

Exit mobile version