Site icon Jamuna Television

নাটোরে ধর্ষণ মামলায় আদালত চত্বরে বিয়ে, অভিযুক্তের জামিন

স্টাফ রিপোর্টার:

নাটোরে একটি ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে সম্পন্ন হওয়ার পর ধর্ষকের জামিন মঞ্জুর করেছে জেলা ও দায়রা জজ আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার এক তরুণীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ১৯ অক্টোবর ধর্ষণের স্বীকার তরুণী গুরুদাসপুর থানায় মানিক হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ওই দিনই মানিক হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

আজ বৃহস্পতিবার মামলার শুনানির দিনে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ধর্ষক মানিক হোসেনের জামিন আবেদন করেন। পাশাপাশি উভয় পরিবার বিয়ে দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে বলে বিষয়টি আদালতকে অবহিত করেন। পরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার ভিকটিমের সাথে অভিযুক্তের বিয়ে সম্পন্ন হওয়ার পর মানিক হোসেনের জামিন মঞ্জুর করেন। এনিয়ে আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন আসামি পক্ষের আইনজীবী। এসময় আদালতে বাদি এবং আসামি পক্ষের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

Exit mobile version