Site icon Jamuna Television

পরিবেশ অনুকূলে থাকলে ডিসেম্বরেই শেষ হবে পদ্মা সেতুর বাকি স্প্যানের কাজ: সেতুমন্ত্রী

পরিবেশ অনুকূলে থাকলে ডিসেম্বরেই পদ্মা সেতুর বাকি ৪টি স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে, সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এসময়, পদ্মা সেতু প্রকল্পের ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে রেল ও সড়ক পথের পাটাতন বসানোর কাজ চলমান রয়েছে। সভায় বিভিন্ন প্রকল্পের ধীরগতি নিয়ে অভিযোগ করেন সেতুমন্ত্রী।

সেইসাথে, জনভোগান্তি কমিয়ে কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন ওবায়দুল কাদের।

Exit mobile version