Site icon Jamuna Television

অবৈধভাবে ভারতে যাওয়ার সময়ে শিশুসহ আটক ১১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

বিজিবি’র প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্ত খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার খোসালপুর মাঠের ভেতর থেকে শিশুসহ ১১ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুড়িয়া গ্রামের আরশাফ ফকিরের ছেলে মনোয়ার হোসেন (৩২), হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর ছেলে আলী আকবর (৪৮), আলী আকবরের স্ত্রী মাসুমা বেগম (৪২), মাদারীপুর সদর থানার কদমবাড়ি গ্রামের প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), এনায়েতপুর গ্রামের বিরাট মন্ডলের ছেলে বিনয় মন্ডল (৪৮), হুমায়ুন কবিরের ছেলে মুন্না চাপরাশি (২২), মুন্না চাপরাশির স্ত্রী হেনা খাতুন (১৯) ও তার ২ বছরের শিশু পুত্র মাসুম চাপরাশি, বাপ্পি চাপরাশির স্ত্রী নাজমা বেগম (২৬) ও তার ১০ মাসের শিশু কন্যা সুমাইয়া এবং মারিয়া(৪)।

৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে বিজিবি তাদেরকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version