Site icon Jamuna Television

মিরপুরে তরুণী ধর্ষণের ঘটনায় ৬ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত হলেন রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

সংবাদ সম্মেলনে মিরপুর থানার সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, বুধবার রাতে কল্যাণপুর হাউস বিল্ডিং অফিসের পেছনে তরুণী ধর্ষণের শিকার হন। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ার জের ধরে এঘটনা বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি তরুণীকে প্রাথমিক চিকিৎসা, মেন্টাল ট্রমা সাপোর্ট ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version